English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ১০:৪৫

সাকিবের ডাবল সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
সাকিবের ডাবল সেঞ্চুরি

প্রথমবারের মত ডাবল সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে তিনি এ অনন্য কৃতিত্ব অর্জন করেন। এর আগে তার সর্বোচ্চ রান ছিলো ১৬১ রান। দেশে হয়ে কোনো ক্রিকেটারের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে  মুশফিকুর রহিম বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।  

সাকিব-মুশফিক জুটির ব্যাটিং দৃড়তায় ইতোমধ্যেই ৫০০ রান ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫১৭/৪ উইকেটে। সাকিব ২০৪ ও মুশফিকুর রহিম ১৫৯ রানে ব্যাট করছেন।