English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ১০:০১

সাকিব-মুশফিকের সেঞ্চুরি, ওয়েলিংটন যেন একটুকরো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
সাকিব-মুশফিকের সেঞ্চুরি, ওয়েলিংটন যেন একটুকরো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট যেন বাংলাদেশ দলের জন্য হয়ে উঠেছে নুতন এক হোম গ্রাউন্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যে ব্যাটসম্যানরা স্বাগতিকদের বলের সামনে বারবার আত্মসমর্পন করেছেন। প্রতিটি হারের পর বলা হয়েছে কন্ডিশনটাই আমাদের বিরুদ্ধে বড় সমস্যা। সেই দলের ব্যাটসম্যানরাই এখন কন্ডিশনকে জয় করে  স্বাগতিক বোলারদের ব্যাটহাতে শাসন করছে। এতেই মনে হয় ওয়েলিংটন যেন একটুকরো বাংলাদেশ।

দ্বিতীয় দিন সাকিবের পর দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন অধিনায়ক মুশফিকুর রহিমও। ইনিংসের ৯৭তম ওভারে সাউদিকে চার মেরে নিজের শতক পূরণ করেন মুশফিক। ১৮৩ বলে ১৭টি চারের সাহায্যে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।   এর আগে ১৫০ বলে নিজের চতুর্থ সেঞ্চুরি করে হাবিবুল বাশারকে (৩০২৬) পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করার মাইলফলক গড়েন টাইগার অলরাউন্ডার। 

শেষ খরব পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪৬৭/৪ উইকেটে। সাকিব ১৭৩ ও মুশফিক ১৩৯ রানে অপরাজিত আছেন ।