English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ০৯:২৫

দুইবছর পর সাকিবের টেস্ট সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
দুইবছর পর সাকিবের টেস্ট সেঞ্চুরি

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন সাকিব। ১৫০ বলে ১৩টি চারের সাহায্যে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

শুক্রবার ব্যক্তিগত ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন সাকিব। সাউদির করা ৬৮তম ওভারের শেষ বলে দারুণ এক চার হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি।   এছাড়াও সেঞ্চুরি করার পথে হাবিবুল বাশারকে (৩০২৬) পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করার মাইলফলক গড়েন টাইগার অলরাউন্ডার।