English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ১৯:২৭

হেরে গেল মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
হেরে গেল মেয়েরা
ম্যাচের সেরা দক্ষিণ আফ্রিকার লি

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের কাছে ৮৬ রানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার দেয়া ২৫১ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করতে সমর্থ হয় টাইগ্রিসরা।

টস জিতে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাটিং-এ নেমে উইকেটরক্ষক লিজলি লির ৮৭, আন্দ্রে স্টেইনের ৬৮ ও মিগনন ডু প্রেজের অপরাজিত ৬২ রানে ৩ উইকেটে ২৫১ রানের লড়াকু স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ২টি ও নাহিদা আক্তার ১টি উইকেট নেন।

২৫২ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেটে ১৬৫ রান পর্যন্ত যেতে সমর্থ হয় বাংলাদেশ। উইকেটরক্ষক নিগার সুলতানা অপরাজিত ৫৯, অধিনায়ক রুমানা আহমেদ ৩৭, জাহানারা আলম অপরাজিত ১৫ ও ফারজানা হক ১২ রান করেন। দক্ষিণ আফ্রিকার সুনী লুস ৩টি ও নিকার্ক ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার লি।

সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি।