English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ১৫:০৩

দ.আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
দ.আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কক্সবাজার: কক্সবাজারে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  

বৃহস্পতিবার সকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রোটিয়া প্রমীলাদের বিপক্ষে এ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছর।      নিরাপত্তার কথা তুলে তখন সফর স্থগিত করে দক্ষিণ আফ্রিকা। এদিকে বাংলাদেশ এই সিরিজকে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে দেখছে। সিরিজের বাকি ম্যাচগুলো ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।