English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ১২:০২

মুমিনুলের অর্ধশতক, আলো স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ

নিজস্ব প্রতিবেদক
মুমিনুলের অর্ধশতক, আলো স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টের প্রথম দিনের খেলা আলো স্বল্পতার কারণে শেষ হয়েছে। প্রথম ইনিংসের শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারালেও অর্ধশতক পেয়েছেন তামিম ইকবাল ও মুমিনুল হক। টি-২০ মেজাজে ব্যাট চালিয়ে ৫০ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওপেনার তামিম ইকবাল বিদায় নিলেও টেস্ট মেজালে খেলে যাচ্ছেন মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারে এটা মুমিনুলের ১১তম অর্ধশতক।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৩ উইকেটে ১৫৩ রান করেছে টাইগাররা। মুমিনুল হক ৬৩ ও সাকিব আল হাসান ৫ রানে ব্যাট করছেন। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ ২৬ রান করে আউট হয়েছেন।  

টসে হেরে ওয়েলিংটন টেস্টে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়ার ১ ঘণ্টা পর নামে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিতে খেলা বন্ধ থাকলো প্রায় পৌনে এক ঘণ্টা। অবশেষে বাংলাদেশ সময় সোয়া ৬টায় আবারও শুরু হয় খেলা। পরে আবারও বৃষ্টি নামলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে খেলা শুরু হয়।