English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ০৯:৪৪

তামিমের পর হাল ধরছেন সেই মোমিনুল, বাধা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
তামিমের পর হাল ধরছেন সেই মোমিনুল, বাধা বৃষ্টি

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনে নিজস্ব ছন্দে ফিরেছেন চিরচেনা মোমিনুল হক তার।  নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সাবলীলভাবে খেলে যাচ্ছেন বাংলাদেশের এই ক্ষুদে মাস্টার ব্যাটসম্যান। দলকে ভালো অবস্থায় নিয়ে যাচ্ছেন। তবে সে আশঙ্কার বৃষ্টিই শেষ পর্যন্ত বাধা দিয়েছে খেলায়। 

আর সে কারণে আপাতত খেলা বন্ধ। এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ২ উইকেটে ১১৯ রান। মোমিনুল ৪৮ এবং মাহমুদুল্লাহ ১৩ রানে ক্রিজে রয়েছেন। মোমিনুল ৭৬ বলে এই স্কোর করেছেন। ৮টি চার আর ১টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি।

এছাড়া দুরন্ত হাফসেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। তবে হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ খেলতে পারেননি। ৫৬ রানে বিদায় নিয়েছেন। ইমরুল কায়েস মাত্র ১ রান করে বিদায় নেন।

আজ বৃহস্পতিবার ওয়েলিংটনে টসে জিতে স্বাগতিক নিউজিল্যান্ড ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ডকে।

এই ম্যাচে দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। দুজনই পেসার। তারা হলেন তাসকিন আহমেদ ও শুভাশিস রায়। ফলে বেসিন রিজার্ভের পেসবান্ধব উইকেটে তিন পেসার নিয়ে নামছে বাংলাদেশ। দলের অন্য পেসার কামরুল ইসলামেরও এটা ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট! তিন পেসারকে জায়গা করে দিতে সুযোগ পাননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। 

সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের মধ্যে শেষ পর্যন্ত মিরাজকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই উইকেটে পরের দিকে কার্যকর হওয়ার কথা এই অফ স্পিনারের।

তবে তিন পেসারের পরীক্ষা পরে, সবুজ পিচে বড় পরীক্ষাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের দিতে হবে আগে। ওয়েলিংটনে এর আগে খেলা দুই টেস্টের চার ইনিংসে কখনো দেড় শ' পার করতে পারেনি বাংলাদেশ! 

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম।