English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ০০:৫১

ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক
ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।

এরআগে গত ৩১ ডিসেম্বর একটি মামলার শুনানিতে হাজির হওয়া জন্য আকরামকে নির্দেশ দেয়া হয়। সেই নির্দেশ অমান্য করায় মঙ্গলবার করাচির আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গত বছরের আগস্টে আকরাম নিজে মেজর (অবঃ) আমিরুর রেহমানসহ কয়েক জনের বিরুদ্ধে দেশটির বাহাদুরাবাদ থানায় মামলা দায়ের করেন। একই সঙ্গে ওই আদালত আকরামের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় পরোয়ানা জারি করে তাকে আগামী ১৭ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন।

করাচিতে তরুণ বোলারদের জন্য একটি প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়ার পথে গত ৬ আগস্ট আকরামের গাড়িতে গুলি করে।

করাচিতে তরুণ বোলারদের জন্য একটি প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়ার পথে গত ৬ আগস্ট আকরামের গাড়ি সাথে অন্য একটি গাড়ির সামান্য সংঘর্ষ হয়। এসময় ওই গাড়ির পেছনের সিটে থাকা মেজর রেহমান আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি করেন।

এই ঘটনায় তাদের উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে ওয়াসিম আকরাম বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় রেহমান আদালত থেকে অন্তবর্তীকালী জামিন নেন। ঘটনার জন্য তিনি আকরামের কাছে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।