English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৭ ১১:২৮

ব্রিজবেনে দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ল পাকিস্তান

অনলাইন ডেস্ক
ব্রিজবেনে দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ল পাকিস্তান

ব্রিজবেনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ট্যুর ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। বাবর আজম, সারজিল খান, শোয়েব মালিক ও উমর আকমলের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ৩৩৪ রান করে পাকিস্তান।

তবে কিছুটা আক্ষেপ ছিল বাবর আজমের। মাত্র ২ রানের জন্য তিনি সেঞ্চুরি করতে পারেননি তিনি। ১২ বাউন্ডারিতে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই তরুণ ব্যাটসম্যান।

দীর্ঘ সময় পর দলে ডাক পাওয়া উমর আকমল ঝড় বইয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে। তিনি ৩৯ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলেন।

বাবর আজম, শারজিল খান, শোয়েব মালিকদের ভিতের ওপর দাঁড়িয়ে উমর আকমল রানের চাকা দ্রুত করেন।

শারজিল খান ৬২ রান এবং শোয়েব মালিক ৪৯ রান করে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পেয়েছেন হারপন ও গ্রিন। বাকিটি রান আউট।

বিরতির পর ৩৩৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া একাদশ।