English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ১৩:৪৪

আবারও ইনজুরিতে মাশরাফি, শঙ্কা মুক্ত ইমরুল

নিজস্ব প্রতিবেদক
আবারও ইনজুরিতে মাশরাফি, শঙ্কা মুক্ত ইমরুল

নিউজিল্যান্ড থেকে আরো একটি দুঃসংবাদ। ক্যারিয়ারে আবারো ইনজুরির শিকার সেই মাশরাফি বিন মুর্তজা তবে এবার পায়ে নয় হাতে। তাঁর কবজির হাড়ে চিড় ধরা পড়েছে। মাশরাফি অবশ্য টেস্ট দলে নেই। আর রঙিন পোশাকে এটাই ছিল সফরের শেষ ম্যাচ।

ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বল ছিল সেটি। মাশরাফির ফুল টসে সজোরে সোজা ব্যাট চালিয়েছিলেন কোরি অ্যান্ডারসন। ফলো থ্রুতে ঝাঁপিয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেন মাশরাফি। বল হাতের তালুকে লেগে ছিটকে যায়। তখনই ব্যথায় কাতরাচ্ছিলেন অধিনায়ক।

ফিজিও তাৎ​ক্ষণিকভাবে চিকিৎ​সা দেওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান মাশরাফি। ওভারের শেষ চারটি বলে করেছেন মোসাদ্দেক। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎ​সা হিসেবে বরফ লাগিয়ে বসে ছিলেন। ম্যাচ শেষে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। স্ক্যান করানোর পর ধরা পড়েছে ​এই চিড়।

বাংলাদেশ দল থেকে এ ব্যাপারে এখনো কিছু জানা না গেলেও চিড় ধরার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে হাসপাতাল সূত্রে। কত দিন মাশরাফিকে বাইরে থাকতে হবে, অস্ত্রোপচার লাগবে কি না, তা শিগগিরই জানা যাবে।

বর্তমান সূচিতে আগামী মে মাসের আগ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে বা টি-টোয়ে​ন্টি নেই।

এদিকে আজ ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন ইমরুল কায়েসও। ড্রেসিংরুমে বরফ দেওয়া হয়েছে তার আহত স্থানে। আহত ইমরুল টেস্ট দলেও আছেন।

ইনিংসের শুরুর দিকে ইমরুল খানিকটা ব্যথা পেয়েছিলেন চার বাঁচাতে গিয়ে। এরপর ১২তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে এবার বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের এলইডি বোর্ডের ওপর গিয়ে পড়েন। বোর্ডের ওপর চোখা মোটা স্ক্রু ছিল। ইমরুলকে তখন সেখানেই প্রাথমিক চিকিৎসা দিতে হয়। এরপর কাঁধে ভর করে ফিরে যান ড্রেসিংরুমে।

বিসিবির মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, ইমরুলের চোট অতটা গুরতর নয় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ম্যাচের অবস্থা বিবেচনায় প্রয়োজন বুঝে ​ইমরুলকে পরের দিকে ব্যাটিংয়ে পাঠান হতো। তবে দুজনকে শেষ পর্যন্ত ব্যাট হাতে নামতে হয়নি।