English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ০৯:৪২

বাংলাদেশকে ১৯৫ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে ১৯৫ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

কোরি অ্যান্ডারসনের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৯৪ রান করল নিউজিল্যান্ড। মূলত এই ব্যাটসম্যানের ৪১ বলে ৯৪ রানের দুর্দান্ত, ম্যাজিকাল ব্যাটিংয়ে বে ওভালে বাংলাদেশের বিপক্ষে ১৯৪ রান করতে সমর্থ হয় কিউইরা। ২টি চার আর ১০টি ছয়ে অ্যান্ডারসন তাঁর বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছেন।

দলের সংগ্রহ বড় করতে অবদান রাখেন কেন উইলিয়ামসনও। ১ ছয় ৬ চারে ৫৭ বলে ৬০ রান করেছেন তিনি।

প্রথমদিকে সতর্কহাতে শুরু করলেও নিয়মিত বিরতিতে তিন উইকেট খুইয়ে লড়াইয়ে ফিরে বাংলাদেশ। কিন্তু পাঁচ নম্বরে ব্যাট করতে আসা কোরি অ্যান্ডারসন-ঝড়ে উল্টো চাপে পড়ল বাংলাদেশ।

তাঁকে সঙ্গ দেন দলনেতা কেন উইলিয়ামসন। দৃঢ়তার পরিচয় দিয়ে তুলে নেন ব্যক্তিগত সপ্তম টি-টোয়েন্টি ফিফটি। শেষমেশ ৬০ রান করে রুবেলের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামসন।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৩টি উইকেট শিকার করেছেন রুবেল। বাকি একটি উইকেট নিয়েছেন মোসাদ্দেক। কিউইদের দলীয় ৩৪ রানের মাথায় জেমস নিশামকে এলবির ফাঁদে ফেলার পর আগের ম্যাচের ১০১ রান করা কলিন মুনরোকে শূন্য রানে বিদায় করেন রুবেল।

আউট হওয়ার আগে ১৫ রান করেছেন নিশাম। আর ব্যক্তিগত ৫ রান করে মোসাদ্দেকের বলে বড় শট নিতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন ব্রুস। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। কাঁধে ব্যথা অনুভব করায় পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।

এছাড়া বরাবরের মতো তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করবেন ইমরুল কায়েস। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে থাকবেন রুবেল হোসেন। আর তাদের সঙ্গ দেবেন দলনেতা মাশরাফি। মিডল অর্ডারে বাংলাদেশ দলের ভরসার প্রতীক হয়ে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সাকিব আল হাসানও।

সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হারে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচও জিততে পারেনি সাকিব-তামিমরা।