English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ০৯:২৭

রুবেল ফিরালেন ভয়ঙ্কর মুনরোকে

নিজস্ব প্রতিবেদক
রুবেল ফিরালেন ভয়ঙ্কর মুনরোকে

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। তাকে যেন ফেরাতেই পারছে না টাইগার বোলাররা। রীতিমত বোলারদের কচুকাটা করে ৫২ বলে শতক তুলে নিলেন মুনরো। কেবল মুনরোই নয় অপরপ্রান্তে থাকা টম ব্রুসও কম যাননি। দুজন মিলে দলকে উপহার দিলেন ১২৩ রানের নজরকাড়া জুটি। 

শেষমেশ ব্যক্তিগত ১০১ রানের মাথায় রুবেলের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন মুনরো।

রনচি কট মোসাদ্দেক বোল্ড মাশরাফি ০ রান (১ বল)

উইলিয়ামসন কট তামিম বোল্ড সাকিব ১২ রান (১৩ বল)

অন্যান্ডারসন বোল্ড মোসাদ্দেক ৪ রান (৩ বল)

মুরনো কট নুরুল বোল্ড রুবেল ১০১ রান (৫৪ বল )

গ্রান্ডহোম বোল্ড রুবেল ২ রান (২ বল)

উইকেট পতন: ১/০, ২/৪২, ৩/৪৬, ৪/১৬৯, ৫ ১৭১

বোলিং :

মাশরাফি ৪ ওভার ৩৮ রান ১ উইকেট

রুবেল ৩ ওভার ৩২ রান ২ উইকেট

মোস্তাফিজ ৩ ওভার ২২ রান ০ উইকেট

সাকিব ৩ ওভার ২৩ রান ১ উইকেট

মোসাদ্দেক ২ ওভার ২২ রান

রিয়াদ ২ ওভার ৩২ রান

টস : বাংলাদেশ বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।