English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ০২:৪৫

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরিবর্তন আসতে পারে

অনলাইন ডেস্ক
দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরিবর্তন আসতে পারে

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। সেখানেও প্রথম ম্যাচে টাইগার পরাজয়। আজকের ম্যাচ নিয়ে বড়তি চিন্তায় টাইগাররা।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গুনুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও বিটিভি।

জয় পেতে মরিয়া বাংলাদেশ। শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে বুধবার দিবাগত রাতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশ্য আগের স্কোয়াড অপরিবর্বিত রয়েছে।

তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিছুটা পরিবর্তন আসতে পারে। একজন স্পিনার খেলাতে পারে বাংলাদেশ। মুস্তাফিজ কিংবা রুবেল হোসেনকে যদি না খেলানো হয় তাহলে তাসকিন আহমেদ সুযোগ পেতে পারেন সেরা একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল,ইমরুল কায়েস, সাব্বির রহমান,সাকিব আল হাসান,মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন/শুভাগত হোম, তাসকিন আহমেদ/মুস্তাফিজুর রহমান