English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ১১:৫৫

ব্যর্থতার পরও অপরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াড

অনলাইন ডেস্ক
ব্যর্থতার পরও অপরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হার। ম্যাচ শেষ মাশরাফি বললেন, ব্যাটিং ব্যর্থতার কথা। ধারণা করা হয়ে ছিলো হয়তো বাকি দু’ম্যাচে পরিবর্তন আসতে পারে একাদশে। কিন্তু না, চমকে দেখিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড একই রাখলেন টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ৩টা ৩৬ মিনিটে এক ই-মেইল বার্তায় শেষ দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

মাউন্ট মঙ্গুনুইয়ে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮ টায় দ্বিতীয় ও রোববার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান।