English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ০২:০৪

ধোনি বন্দনায় ভারতীয় ক্রিকেট

অনলাইন ডেস্ক
ধোনি বন্দনায় ভারতীয় ক্রিকেট

নিউজ ডেস্ক:‌ ভারতের অধিনায়কের পদে তাকে আর দেখা যাবে না। স্বেচ্ছায় মহেন্দ্র সিং ধোনি ছেড়ে দিলেন এক দিনের ও টি-২০ অধিনায়কের দায়িত্ব। নীরবে। এমন সাহস ক’‌জন দেখাতে পারেন। তিনি ক্যাপ্টেন কুল বলেই সিদ্ধান্তটাও খুব সহজে ঠান্ডা মাথায় নিতে পারলেন। 

ধোনির আচমকা এমন সিদ্ধান্তে বিহ্বল ক্রিকেট মহল। তাঁর এক সময়ের সতীর্থ ও মাস্টার ব্যাটসম্যান শচীন টিন্ডুলকার বলেছেন, ‘‌আজকের দিনটা শুধু অধিনায়ক ধোনির সাফল্য নিয়েই কথা হোক। ধোনির সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’‌ এরপরই টুইটারে শচীন লিখেছেন, ‘‌ধোনিকে অভিনন্দন। অধিনায়ক হিসেবে দেশকে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছে। আক্রমণাত্মক ক্রিকেটার। অধিনায়ক হিসেবে ছিল সাহসী। আগামীদিনে মাঠে আরও দুরন্ত ক্রিকেট উপহার দিক ধোনি। ওকে শুভেচ্ছা রইল।’‌

মোহাম্মদ কাইফ টুইটারে বলেছেন, ‘‌৯ বছর দেশকে নেতৃত্ব দিয়েছে। দারুণ সাফল্য পেয়েছে। এরকম একজন অধিনায়ক পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।’‌ অনুরাগ ঠাকুর বলেছেন, ‘‌ধোনিকে অভিনন্দন। অধিনায়ক হিসেবে দেশকে টি ২০ ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছো।’‌ শ্রীকান্ত বলেছেন, ‘‌সত্যিকারের নেতা। ঠিক সময়ে ব্যাটন অন্যের হাতে ছেড়ে দিল।’

হর্ষ ভোগলের কথায়, ‘‌ধোনিকে সালাম। ভারতীয় ক্রিকেটের একজন সত্যিকারের নেতা ও।’‌ সুশান্ত সিং রাজপুত বললেন, ‘‌তোমার মতো কেউ নয়। কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছো তুমি।’‌ 

ধোনির স্ত্রী সাক্ষী সিং টুইটারে বলেছেন, ‘‌এমন কোন পাহাড় নেই যেখানে তুমি উঠতে পারবে না। তোমার জন্য গর্বিত।’‌