English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ১৮:১৭

লড়াই করে হারলো বাংলাদেশ, মাশরাফির আক্ষেপ

অনলাইন ডেস্ক
লড়াই করে হারলো বাংলাদেশ, মাশরাফির আক্ষেপ

ঢাকা : নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কের আয়তন ও উইকেটের কারণে ১৪২ রান মোটেও যথেষ্ট নয়; তবে মুস্তাফিজ-সাকিবদের বোলিং দাপটে ম্যাচটা জিততে ওদের ১৮ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। রান সংখ্যা আর কিছু বেশি হলে ম্যাচটা জিতেও যেতে পারতো বাংলাদেশ।

১৪২ রান তাড়া করতে গিয়ে ৪৮ রানেই ৩ উইকেটে হারিয়ে বসে স্বাগতিকরা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৭৩ রানের দায়িত্বশীল ইনিংসে ছয় উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

ব্যাটিং করতে নেমে দলীয় ২২ রানে আউট হন নেইল ব্রুম। রুবেলের বলে সাকিবের দুর্দান্ত ক্যাচের প্যাভিলিয়নে ফেরেন ওয়ানডেতে বাংলাদেশকে ভোগানো এই ব্যাটসম্যান। এরপর বল হাতে নিয়েই উইকেট পান মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের বলে কলিন মুনরোকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহান গ্লাভসবন্দী করেন।

এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে জুটি বাধেন কোরে অ্যান্ডারসন। দলীয় ৪৬ রানে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে তামিমের তালুবন্দী হন অ্যান্ডারসন।

দলীয় ৬২ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। রান আউট হন টম ব্রুস। এরপর পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৮১ রান যোগ করে দলকে জয় এনে দেন কেন উইলিয়ামন ও কলিন গ্রান্ডহোম। ২২ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন গ্রান্ডহোম। 

এদিকে ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে ঝরল ১৫-২০ রানের আক্ষেপ। মাত্র ৩০ রানেই ৪ উইকেট হারানো বাংলাদেশ ১৪১ করতে পারে মূলত মাহমুদউল্লাহর ৫২ রানের সুবাদে। ব্যাটিংয়ে আর কেউই নিজেকে মেলে ধরতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে সাকিবের ব্যাট থেকে।   ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মাশরাফি বলেন, ‘আমরা ১৫-২০ রান কম করেছি। মাহমুদউল্লাহ দারুণ ব্যাটিং করেছে। কিন্তু আমাদের আরো রান করতে হতো।’