English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ০৩:৫৭

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মঙ্গলবার দুপুর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচ  টি-টোয়েন্টি সিরিজ। এরপর আগে ওয়াডে সিরিজে পরাজয়ের গ্লানি ভুলে নতুন বছর নতুন করে ঘুরে দাঁড়ানো প্রত্যয় ব্যক্ত করেছেন টাইগাররা। সংবাদ সম্মেলনেও তেমন প্রত্যাশার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ভালো করবে তেমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কোটি দর্শকের।

  বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।   বাংলাদেশের সম্ভাব্য একাদশ :  ১. তামিম ইকবাল ২. ইমরুল কায়েস ৩. সৌম্য সরকার ৪. সাব্বির রহমান রুম্মন  ৫. মাহমুদউল্লাহ রিয়াদ ৬. সাকিব আল হাসান (সহ-অধিনায়ক) ৭. মোসাদ্দেক হোসেন সৈকত  ৮. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক) ৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ১০. মুস্তাফিজুর রহমান  ১১. তাসকিন আহমেদ।