English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৭ ১৭:১৮

নতুন বছরে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
নতুন বছরে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

পুরানো সব স্মৃতি ভুলে নতুন বছরে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে এমনটিই ইঙ্গিত দিলেন দলের সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসান। 

এরআগে কিউইদের বিপক্ষে বাংলাদেশে রেকর্ডটি মোটেও সুখকর নয়। চার ম্যাচের সবকটিতে হার টাইগারদের। অপদিকে নিজ দেশে নিউজিল্যান্ড সব সময়ই হট ফেবারিট। টি-টোয়েন্টিতে তো বেশি শক্তিশালী। নিজেদের দেশে খেলা ৩০টি ম্যাচের মধ্যে ১৯টিতে জয় পেয়েছে কিউইরা। শেষ তিন বছরে টি-টোয়েন্টিতে সাফল্য আরো দুর্দান্ত। এই সময়ে তারা ঘরের মাঠে মাত্র একটি ম্যাচ হেরেছে।

এমন পরিসংখ্যানের সঙ্গে সম্প্রতি ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে আসার পর টি-টোয়েন্টিতে টাইগাররা কেমন করবে সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান শুনালেন অভয়বাণী। ইনজুরি আক্রান্ত মুশফিকের জন্য আপসোস থাকলেও বলছেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাবনার কথা শুনিয়েছেন কোচ হাথুরুসিংহেও।

মুশফিকের না থাকা যদি চিন্তার কারণ হয়, তবে রিয়াদের অফফর্ম দ্বিগুণ চিন্তায় ফেলছে। বোলারদের নিয়েও স্বস্তিতে থাকা যাচ্ছে না। স্পিনারদের ভেতর এক সাকিব ছাড়া কেউ ছন্দ খুঁজে পাচ্ছেন না।

প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ শুভাগত হোম এবং তাইজুল ইসলামকে নিয়েছে। দুজনের মধ্যে মূল একাদশে কে থাকবেন, শেষ মুহূর্তে সেটা নিয়ে আলোচনা চলছে। সৌম্য সরকার আবার ফিরতে পারেন। সেই সঙ্গে ওয়ানডেতে সাইড বেঞ্চে থাকা রুবেলকে নামানো হতে পারে এই ম্যাচে।

বাংলাদেশ দল (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব, রিয়াদ, মোসাদ্দেক, নুরুল হাসান, মাশরাফি, তাইজুল/রুবেল, তাসকিন, মোস্তাফিজ।