English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৬ ১৮:৩০

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির দল ঘোষণা

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ শুভাশীষ রায়। 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে পারে কী-না সফরকারীরা সেটাই এখন দেখার বিষয়।    নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ২০১৫ সালের ২৬ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপের সুপার টেনের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করেছিল ১৪৫ রান। জবাবে মাত্র ৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।    বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।