English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৬ ১৫:৪৭

‘সুযোগ তৈরি হয়েছিলো; আমরা কাজে লাগাতে পারিনি’

অনলাইন ডেস্ক
‘সুযোগ তৈরি হয়েছিলো; আমরা কাজে লাগাতে পারিনি’

নিউজিল্যান্ডে সফরের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘প্রথম ম্যাচে আমরা হয়তো ভালো বল করতে পারিনি। তবে নেলসনের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আমাদের ভালো কিছু সুযোগ তৈরি করেছিলাম। তবে তা আমরা কাজে লাগাতে পারিনি।’

আগামী ম্যাচগুলোতে ভালো করার আশা রেখে তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ থাকে পাওয়া অভিজ্ঞতা টি-টোয়েন্টি সিরিজে ব্যাটসম্যানরা কাজে লাগাতে পারলে ফলাফল ভালোই হবে।’

“আমাদের ব্যাটসম্যানরা ভালো সুযোগ তৈরি করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচের মত শেষ ম্যাচের ব্যাটিংয়েও আমরা হঠাৎ ভেঙে পড়েছিলাম। আর এতেই নিজেদের সুযোগগুলো কাজে লাগানো যায়নি।”

দীর্ঘদিন পর কিউই সফরে এসে আবহাওয়ার সঙ্গে নিজেদের ঠিক মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। তবে শেষ দুই ওয়ানডেতে উন্নতি করেছে বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

মাশরাফি বলেন, ‘পাঁচ বছর পর আমরা এখানে খেলতে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন। কিন্তু, এটা ঠিক আমরা প্রতি ম্যাচেই উন্নতি করেছি। এখনো এই সফরের অনেকটা বাকি রয়েছে। আশা করি আমরা শক্ত ভাবেই ফিরে আসবো।’