English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৬ ০১:৩৪

হোয়াইটওয়াশ এড়াতে তিনটি পরিবর্তন হতে পারে দলে

অনলাইন ডেস্ক
হোয়াইটওয়াশ এড়াতে তিনটি পরিবর্তন হতে পারে দলে

হোয়াইটওয়াশ এড়াতে দলে তিনটি পরিবর্তন হতে পারে 

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ড সফরে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এখন হোয়াইটওয়াশের কবল থেকে রক্ষা পেতে দলে আনা হতে পারে তিনটি পরিবর্তন। 

দীর্ঘ ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দল হারলেও তিনি দুটি উইকেট তুলে নেন। তবে তার বোলিং নিয়ে সন্তুষ্ট হতে পারেননি কোচ এবং ফিজিও। ফিজের মধ্যে ফিটনেসের এখনও কিছুটা ঘাটতি দেখতে পেয়েছেন তারা। তাই দ্বিতীয় ওয়ানডেতে তাকে বিশ্রাম দেওয়া হয়। 

তৃতীয় ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে একাদশে দেখা যেতে পারে কাটার মাস্টারকে। সংবাদমাধ্যমের কাছে স্বয়ং মুস্তাফিজই এমন ইচ্ছা পোষণ করেছেন। তাছাড়া তিনি আগের চেয়ে এখন অনেকটাই ফিট আছেন বলে জানা গেছে। 

অন্যদিকে দলের ‘শুন্যস্থান পূরণ করতে’ অভিষেক হয় তানভীর হায়দারের। কিন্তু নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন তিনি। ৮ ওভার বল করে উইকেটশুন্য থাকার পর ব্যাট হাতেও দলের বিপদের সময়ে মাত্র ২ রান করে আউট হন তিনি। ক্রিকইনফোর দেওয়া তথ্য অনুযায়ী, তানভীরের জায়গায় খেলতে পারেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। অন্যদিকে ইনজুরির কারনে মুশফিকের অনুপস্থিতিতে উইকেটকিপার হিসেবে অভিষিক্ত নুরুল হাসানকে নিয়ে টিম ম্যানেজম্যান্ট বেশ সন্তুষ্ট বলে জানা গেছে। 

এছাড়া দলে আর বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সবকিছু ঠিক হবে আরও কিছু সময় পর। নেলসনে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল।