English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৬ ০১:১৪

ডাবল সেঞ্চুরি করে নির্বাচকদের বৃদ্ধাঙ্গুলি দেখালেন নাসির

নিজস্ব প্রতিবেদক
ডাবল সেঞ্চুরি করে নির্বাচকদের বৃদ্ধাঙ্গুলি দেখালেন নাসির
নাসির হোসেন (রংপুর বিভাগ)

নির্বাচকের বৃদ্ধাঙ্গুলি দেখালেন অলরাউন্ডার নাসির হোসেন। সিলেট বিভাগী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিলেট ও রংপুর বিভাগের মধ্যকার জাতীয় লিগের ম্যাচে নাসির হোসেনের ডাবল সেঞ্চুরি তারই ইঙ্গিত দিচ্ছেন। তার জোড়া সেঞ্চুরিতে  জয়ের সুভাস পাচ্ছে রংপুর। স্কোর রংপুর ৯ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা।

১২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সিলেট শেষ তৃতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ৪৪ রান করে। এখনও রংপুরের প্রথম ইনিংসের থেকে ৮২ রানে পিছিয়ে তারা, হাতে ৭ উইকেট।

আগের দিনের অপরাজিত সেঞ্চুরিটিকে বৃহস্পতিবার ডাবলে পরিণত করেন নাসির হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে না থাকা এ ব্যাটসম্যানের ২০১ রানের ইনিংসে আছে ২৪টি চার ও ৩টি ছক্কা।

সিলেটের ইমতিয়াজ হোসেন ২০ ও অলক কাপালি ১১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।