English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ১০:২৭

চাপের মুখে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
চাপের মুখে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডে ইমরুল কায়েসের অর্ধশতা রানের পরও চাপের মুখে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রান করে সাজঘরে ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল।

এরপর ইমরুল ও সাব্বির দলকে কিছুটা প্রাথমিক বিপদ মুক্ত করলেও সাব্বির ফিরে যান ৩৮ রানে। এরপর মাহমদুল্লাহও দলের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি ফিরে যান মাত্র ১ রান করে। দলের ব্যাটিং স্তম্বের একজন সাকিব ৭ রান,  মোসাদ্দেক (৩), ইমরুল ৫৯ রানে আউট হলে চাপের মুখে পড়ে টাইগাররা।   এর আগে নেলসনের স্যাক্সটন ওভালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৫১ রান।  দলের পক্ষে সর্বোচ্চ রান করেন নেইল ব্রুম। ১০৯ রান করে অপরাজিত আছেন তিনি।    বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন  মুর্তজা তিনটি, তাসকিন আহমেদ ও সাবিক আল হাসান দুইটি করে, শুভাশিস রায় ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।    আজকের ম্যাচে নেই ইনজুরিতে থাকা মুশফিকুর রহিম। নামতে পারনেনি মুস্তাফিজুর রহমানও। ফর্মে না থাকা সৌম্য সরকারও নেই এই ম্যাচে। তিনজনের পরিবর্তে ওয়ানডেতে অভিষেক হয়েছে নুরুল হাসান, শুভাশিস রায় ও তানবীর হায়দারের।

রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভার শেষে ১৩৭/৬। তানভির হায়দার ও নুরুল হাসান ১ রান নিয়ে ব্যাট করছেন।