English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১২:২১

দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচাতে কাল মরিয়া হয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফি বাহিনী। 

বৃহস্পতিবার ভোর ৪টায় দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামছে টাইগাররা। কিন্তু মাঠে নামার আগে বড় একটা ধাক্কা খেলো বাংলাদেশ দল। ইনজুরির কারণে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। তার পরিবর্তে ওয়ানডেতে অভিষেক হতে পারে উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।

সোমবার (২৬ ডিসেম্বর) প্রথম ওয়ানডেতে রান নেয়ার সময় ডাইভ দিতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। ৪৮ ঘণ্টা পর স্ক্যান করার কথা থাকলেও অবস্থার একটু উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি। জানা গেছে বৃহস্পতিবার মুশফিকের স্ক্যান করা হবে।

এদিকে অনুশীলন শেষে বাংলাদেশ দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে জানান, ধারণা করা হচ্ছে দুই সপ্তাহ খেলতে পারবেন না মুশফিক। তবে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা গেছে মুশফিক মানসিক ভাবে অনেক শক্ত আছেন। তাই এর আগেও সে মাঠে নামতে পারেন। কিন্তু সেসব কিছুই এখন নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর।