English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১২:১২

আজহার আলীর ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান

অনলাইন ডেস্ক
আজহার আলীর ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান

পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলী দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন।  মেলবোর্নের মাটিতে তিনিই প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান যিনি দ্বিশতরান করলেন।

চমৎকার এই ইনিংসে ২০টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ২০৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন আজহার।

এর আগে অক্টোবরে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০২ রানে অপরাজিত ছিলেন তিনি। সেটিই তার সর্বোচ্চ রান। আজহার আলীর ডাবল সেঞ্চুরির সুবাদে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ৯ উইকেট হারিয়ে ৪৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

অর্ধশত করেছেন আসাদ শফিক (৫০) ও সোহেল খান (৬৫)। ছোট তবে কার্যকর এক ইনিংস খেলেছেন দুর্ধর্ষ বোলার মোহাম্মদ আমির। ৬ বাউন্ডারি হাকিয়ে ২৯ রান করেন তিনি।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের রান ছিল ৬ উইকেট হারিয়ে ৩১০ রান। ১৩৯ রানে অপরাজিত ছিলেন আজহার। তার সাথে ছিলেন আমির। বুধবার শুরুতেই ফিরে যান আমির (‌২৯)‌। তারপর থেকে অষ্টম উইকেটে জুটি বাঁধেন আজহার আলী ও সোহেল খান। এই জুটিতে ওঠে ১১৮ রান। ৬৫ রানে ফিরে যান সোহেল খান। তারপরই দ্বিশতরান করেন আজহার।

বিদেশিদের মধ্যে মেলবোর্নে সর্বাধিক রান করেছেন ভিভ রিচার্ডস। সেই রান থেকে আর তিন রান দূরে ছিলেন আজহার। সেই সময় পাকিস্তান ইনিংসের সমাপ্তি ঘোষণা করল। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে হ্যাজলউড ও বার্ড নিলেন তিনটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রেনশার উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর থেকে অবশ্য মসৃনভাবেই এগিয়ে চলেছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রান ১ উইকেটে ১৩১। ওয়ার্নার ৭৭, খাওয়াজা ৩৯ রানে ব্যাট করছেন।