English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫৬

মাশরাফি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ১১তম

নিজস্ব প্রতিবেদক
মাশরাফি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ১১তম

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল সফরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে টাইগাররা। তবে এ ম্যাচে অনন্য কীর্তি গড়েছেন মাশরাফি। 

এদিন তিনি ইতিহাসের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০০ রান, ২০০ উইকেট আর ৫০টি ক্যাচের মাইলফলকে পা রাখলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ১৫০০ রানের মাইলফলক থেকে পাঁচ রান দূরে ছিলেন মাশরাফি। মিশেল স্যান্টনারের বলে সাজঘরে ফেরার আগে ১৪ রান করেন টাইগার অধিনায়ক। আর এতেই জায়গা পান ওয়াসিম আকরাম-জাক ক্যালিস-কপিল দেবের কাতারে। 

এ তালিকায় জায়গা পাওয়া বাকি দশ খেলোয়াড় হলেন, কপিল দেব (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা), ক্রিস হ্যারিস (নিউজিল্যান্ড), ক্রিস কেয়ার্নস (নিউজিল্যান্ড), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), চামিন্দা ভাস (শ্রীলঙ্কা), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), শন পোলক (দক্ষিণ আফ্রিকা) ও ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)।