English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১০:৫৪

দেড় শতরান পেরিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
দেড় শতরান পেরিয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়েই জিততে হবে। আর টাইগারদের সামনে লক্ষ্যটা ৩৪২ রানের। সেই লক্ষ্যে ব্যাট করছে মাশরাফির দল। বাংলাদেশের স্কোরকার্ডে দেড় শতরান পেরিয়েছে।

দলীয় ৮১ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহীম। সাকিব ৫৯ করে আউট হন।  মুশফিক অপরাজিত আছেন ১৭ রানে ব্যাট করছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান।

এদিকে, লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ উইকেট হারায় দলীয় ৩৪ রানের মাথায়। টিম সাউদির বলে লুক রঞ্চির হাতে ক্যাচ দিয়ে সবার আগে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। বাংলাদেশের এই ওপেনার বিদায়ের আগে ২১ বলে দুটি চার ও একটি ছক্কায় ১৬ রান করেন।

দলীয় ৪৮ রানের মাথায় দুটি উইকেটের পতন ঘটে টাইগারদের। দলকে হতাশ করেন সৌম্য। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। নিশামের বলে কেন উইলিয়ামসনের তালুবন্দি হন সৌম্য। ব্যাট হাতে আবারও ব্যর্থতার পরিচয় দিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা মাহমুদউল্লাহ রিয়াদ এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি। রানের খাতা খোলা আগেই ওই নিশামের কাছেই ধরাশায়ী হন মাহমুদউল্লাহ। 

আশা দেখাচ্ছিলেন তামিম ইকবাল। তিনিও থামলেন ৩৮ রানে। এবারও নিউজিল্যান্ডের পক্ষে উইকেট শিকারী সেই নিশাম। ৫৯ বলে ৫টি চারের সাহায্যে ইনিংসটি সাজান তামিম।