English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ০২:০১

বন্ধুর বিরুদ্ধে লড়াই

অনলাইন ডেস্ক
বন্ধুর বিরুদ্ধে লড়াই

মুস্তাফিজুর রহমান ও ট্রেন্ট বোল্ট। দুজনেই এবার আইপিএল খেলেছেন ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

এর বিপরীতে বোল্ট সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে। যে ম্যাচে মুস্তাফিজের ইনজুরিতে পড়ার আশঙ্কায় তাকে খেলানো হয়নি সেই ম্যাচে বোল্ট নিয়েছিলেন ১ উইকেট।

ট্রেন্ট বোল্ট ইতিমধ্যেই ৩৯টি ওয়ানডে ম্যাচে ৪.৯৩ ইকোনমি রেটে নিয়েছেন ৭১ উইকেট। যেহেতু ঘরের মাটিতে খেলা, তাই তাকে নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের। কিউই কোচও তুরুপের তাস হিসেবে ব্যবহার করবেন বোল্টকে।   অপরদিকে কাটার মাস্টার মুস্তাফিজ ৯ ওয়ানডেতে ৪.২৬ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ২৬টি! তবে মুস্তাফিজকে এই পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। ম্যাচ ঘুরিয়ে দেয়ার জন্য তার কয়েকটি মারাত্মক ডেলিভারিই যথেষ্ট।   তবে একসাথে মাঠে নামার সুযোগ হয়নি তাদের। কারণ হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক- বোল্টের চেয়ে বেশি ভরসা রেখেছিলেন মুস্তাফিজের ওপর। মুস্তাফিজ সেই প্রতিদানও দিয়েছেন। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব পেয়েছেন কাটার মাস্টার।

তবে মাঠের খেলায় যাই হোক মাঠের বাইরে তাদের বন্ধুত্ব ছিল খুবই দৃঢ়। অনুশীলনেও একে অপরকে সহায়তা করেছেন। বোল্টকে বাংলাও শিখিয়েছিলেন মুস্তাফিজ। সব সময় তারা আড্ডা খুঁনসুঁটিতে মেতে থাকতেন।