English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ০১:৪৭

টাইগারদের ইমাম মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
টাইগারদের ইমাম মাহমুদউল্লাহ

এমন দৃশ্য ঘরের মাঠে সাধারণত দেখা যায় না। সাধারণত ড্রেসিং রুমেই খেলোয়াড়রা নামাজ আদায় করেন। কিন্তু এবার আফগানিস্তান ও পাকিস্তান দল নয় বাংলাদেশ দলকেও দেখা গেল মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করতে।  

শুক্রবার নিউজিল্যান্ডে জুমা’র নামাজ আদায় করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। যেখানে ইমামের দায়িত্ব পালন করেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

তার পেছনে নামাজ আদায় করেন নামজুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, তানভীর হায়দার, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।   রোববার বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। আর সেখানে ক্যাপশন লিখেন, ‘আপনি কোথায় আছেন সেটা ব্যাপার না, নামাজ সবার আগে। আমাদের জন্য দোয়া করবেন।’   এ রিপোর্ট লেখা তার এই ছবিটিতে ১ লাখ ৮৫ হাজার ভক্ত লাইক দিয়েছেন। ৪ হাজার ৯০০ লোক শেয়ার করেছেন। ৪ হাজার লোক মন্তব্য করেছেন।