English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ১১:৪৭

নিউজিল্যান্ডের দুর্ভেদ্য দুর্গ জয়ে সোমবার মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের দুর্ভেদ্য দুর্গ জয়ে সোমবার মাঠে নামছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটি মানেই দুর্ভেদ্য এক দুর্গের নাম। দাপুটে ক্রিকেট খেলুড়ে দেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত বা দক্ষিণ আফ্রিকার জন্যও এখান থেকে সিরিজ হেরে ফেরাটা নিয়মিত ঘটনা। এমন এক অভেদ্য ভূমির পরিসংখ্যান মাথায় নিয়ে আগামীকাল থেকে স্বাগতিকদের বিরুদ্ধে দীর্ঘ সিরিজ খেলতে নামছে টাইগাররা।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর নিউজিল্যান্ডে আরো তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ দল।   অতীত রেকর্ড ও নিউজিল্যান্ডের নিজেদের মাটিতে রেকর্ড বলছে, বাংলাদেশ এই সিরিজে রীতিমতো ‘আন্ডারডগ’। এই দেশটিতে বাংলাদেশ আজ অবধি কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি। তবে মুদ্রার অন্য পিঠও আছে।   নিউজিল্যান্ডকেই গত কয়েক বছরে বাংলাদেশ সবচেয়ে বেশিবার হারিয়েছে। সর্বশেষ দুইটি ওয়ানডে সিরিজে বাংলাদেশ দুই বার হোয়াইট ওয়াশ করেছে নিউজিল্যান্ডকে। তাদের বিপক্ষে সর্বশেষ তিনটি টেস্ট হয়েছে ড্র। আবার বিশ্বকাপের ম্যাচে তাদের মাটিতে গিয়েই প্রায় হারিয়ে দিয়েছিলো দলটিকে। ফলে আশাবাদী হতে পারে বাংলাদেশ।

সোমবার ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডের পর ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে অনুষ্ঠিত হবে পরের দুইটি ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।