English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ০১:০৩

প্রথম ওয়ানডে ম্যাচের ভেন্যুতে টাইগারদের অনুশীলন

অনলাইন ডেস্ক
প্রথম ওয়ানডে ম্যাচের ভেন্যুতে টাইগারদের অনুশীলন

 

ক্রাইস্টচার্চে আগামী ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। শনিবার ঐ ভেন্যুতে অনুশীলন করেছে মাশরাফি-মুশফিকুররা। 

স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। অনুশীলন শুরুর আগে বেশ কিছুক্ষণ মিটিং করে দলের সদস্যরা। এরপর স্ট্রেচিং-এ গা গরমের পর ক্যাচিং-ফিল্ডিং অনুশীলন করে তারা। প্রথম ওয়ানডেকে সামনে রেখে বেশ কঠোরভাবে ব্যাটিং বোলিং অনুশীলনও সেরেছে বাংলাদেশ দল।   এর আগে অস্ট্রেলিয়ায় ৯ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে তারা। গেল রবিবার নিউজিল্যান্ডের ওয়াঙ্গেরিতে পৌঁছায় বাংলাদেশ। সেখানে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় টাইগাররা। ঐ ম্যাচটি ৩ উইকেটে হারে বাংলাদেশ। তবে আশানুরূপ পারফরমেন্স ঠিকই করেছেন মুস্তাফিজ-সাকিব-সৌম্যরা।   এবারের নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডের পর ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে অনুষ্ঠিত হবে পরের দু’টি ওয়ানডে। আর ৩ জানুয়ারি থেকে শুরু হবে টি-২০ সিরিজ। এরপর ১২ জানুয়ারি থেকে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।