English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৬ ১৪:১৪

‘নতুন মেসি’‌‌ পেলিগ্রি অভিষেকেই রেকর্ড!‌

অনলাইন ডেস্ক
‘নতুন মেসি’‌‌ পেলিগ্রি অভিষেকেই রেকর্ড!‌

‘‌নতুন মেসি’ পিয়েত্রো পেলিগ্রি‌। অচিরেই বিশ্ব ফুটবলের নতুনতম ‘‌সেনসেশন’‌ হয়ে উঠতে পারেন কী না তা হয়তো সময়ই বলে দিবে।তবে, জেনোয়ার এই কিশোর স্ট্রাইকার ইতিমধ্যেই নিজের নাম ইতিহাসের পাতায় তুলে দিতে পেরেছেন।

গতকাল বৃহস্পতিবার ইতালির ঘরোয়া লিগ ‘‌সিরি-‌এ’‌ প্রত্যক্ষ করল মাত্র ১৫ বছর ২৮০ দিন বয়সী এই কিশোরের আবির্ভাব!‌ এদিন তিনি স্পর্শ করলেন ১৯৩৭ সালে গড়া রোমার অ্যামিডিও অ্যামাডেইয়ের নজির। ঠিক এই বয়সেই ইতালির লিগ ফুটবলের মঞ্চে পা পড়েছিল অ্যামিডিওর।

‘‌নতুন মেসি’‌ পেলিগ্রি এদিন তোরিনোর বিরুদ্ধে দলের ০-‌১ হারার ম্যাচে সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন। জেনোয়ার প্রাক্তন কোচ জিয়ানপিয়েরো গ্যাসপেরিনি বেশ কিছুদিন আগে এই পেলিগ্রিকেই ‘‌নতুন মেসি’‌ বলে অভিহিত করেছিলেন। 

আর তারপর থেকেই ইতালির অনূর্ধ্ব-‌১৭ জাতীয় দলের ফুটবলারটিকে নিয়ে প্রত্যাশার পারদ উর্ধ্বগামী। গতকাল সিরি-‌এ উঠোনে পা পড়ার পর এই কিশোরকে নিয়ে নতুন করে দানা বাঁধছে স্বপ্ন!‌ ‌