English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫৩

নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার

নিউজিল্যান্ডের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ একাদশ তিন উইকেটে হরেছে। আট বল বাকি থাকতেই এ জয় তুলে নেয় তারা ব্লাক ক্যাপরা।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে খেলা হয় ৪৩ ওভারে। টস জিতে সফরকারী বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২৪৫ রান করে। ৮ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে মাশরাফির দল।

ম্যাচে হারলেও ব্যাটসম্যান ও বোলারদের প্রস্তুতিটা ভালোই হয়েছে। ব্যাট হাতে যথেষ্টই দৃঢ়তা দেখিয়েছেন সৌম্য সরকার। বলা যায়, জায়গা বদলেই তাঁর রানে ফেরা। সাধারণত উদ্বোধনীতে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এদিন খেলতে নেমেছেন ওয়ানডাউনে। ৪৭ বলে ৪০ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন তিনি। 

শুধু সৌম্যই নন, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমও ব্যাট হাতে উজ্জ্বলতা ছড়িয়েছেন এই প্রস্তুতি ম্যাচে। একটা ভিন্ন কন্ডিশনে কিউইদের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে মাহমুদউল্লাহ ৪৬ বলে ৪৩ এবং মুশফিক ৪১ বলে ৪৫ রান করেন। 

বল হাতে বেশ সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব ৪১ রানে তিনটি ও মুস্তাফিজ ৩৯ রানে দুই উইকেট পান। চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে কাটার-মাস্টার যথেষ্টই সাফল্য পেয়েছেন। এ দুই উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন, সিরিজের জন্য যথেষ্টই ফিট তিনি। তা ছাড়া বল করেছেন সাত ওভার। 

ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার তানভীর হায়দার নয় ওভার বল করে ৫৯ রান দিয়েছেন। আর মেহেদি হাসান মিরাজ দুই ওভার বল করে ১২ রান খরচ করেন। দুজনেই কোনো উইকেট পাননি।

গ্যাপ বের করতে সমস্যা হয়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের। প্রান্ত বদল করে সচল রেখেছেন স্কোর বোর্ড। বাজে বলে আদায় করেছেন বাউন্ডারি। সব মিলিয়ে তাদের ব্যাটিংয়ে ছিল দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ছাপ। 

আগামী সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৩ ওভারে ২৪৫/৯ (তামিম ১, ইমরুল ৩৬, সৌম্য ৪০, মাহমুদউল্লাহ ৪৩, সাকিব ২৩, মুশফিক ৪৫, সাব্বির ১১, তানভীর ১০, মাশরাফি ২১*; মিরাজ ৩, তাসকিন ১*; হিকস ২/৩০, হ্যাম্পটন ২/৪৪, শিপলি ১/২৮, ম্যাকপিক ১/৩২, প্যাটেল ১/৪৮) 

নিউ জিল্যান্ড একাদশ: ৪১.৪ ওভারে ২৪৭/৭ (ডাফি ৪, স্মিথ ৫০, পপলি ৪৫, ম্যাকক্লার ১০, ম্যাককনকি ০, হর্ন ৬০*, হিকস ১৫, শিপলি ২৪, হ্যাম্পটন ২৯*; মাশরাফি ০/২৯, মুস্তাফিজ ২/৩৯, রুবেল ০/২৯, তানভীর ০/৫৯, তাসকিন ০/১৯, সাকিব ৩/৪১, মিরাজ ০/১২, মাহমুদউল্লাহ ১/১৪)

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নিউ জিল্যান্ড একাদশ ৩ উইকেটে জয়ী।