English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১২:০০

তিন মহাতারকা ছাড়াই বার্সার গোল উৎসব

অনলাইন ডেস্ক
তিন মহাতারকা ছাড়াই বার্সার গোল উৎসব

বছরের শেষ ম্যাচে তিন মহাতারকা ছাড়াই হারকিউলিসের বিরুদ্ধে গোল উৎসবে মেতেছিলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। 

ম্যাচটির আগেই তিন মহাতারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারকে বড় দিনের ছুটি দিয়ে দেন লুইস এনরিক। সাইডবেঞ্চের উপর এতটাই বিশ্বাস যে, হারকিউলিসের বিপক্ষে তাদের ছাড়াই মাঠে নামার ঘোষণা দেন এনরিক। শিষ্যরাও গুরুকে হতাশ করেননি। বরং উৎসবের জোয়ারে ভাসিয়েছেন।   কোপা দেল রের বুধবারের রাতের ম্যাচে হারকিউলিসের জালে এই গোল উৎসব করেছে বার্সেলোনা। শেষ ষোলোতে জায়গা করে নেওয়া বার্সেলোনা ৭-০ গোলে ‘দূর্বল’ হারকিউলিসের বিপক্ষে জয় পেয়েছে। ক্যাম্প ন্যূয়ে দলের জয়ের নায়ক আর্দা তুরান। তূর্কীর এ তারকা একাই ৩টি গোল করেছেন। এছাড়া ১টি করে গোল পেয়েছেন লুকাস দিনিয়ে, ইভান রাকিতিচ, রাফিনিয়া, পাকো আলকাসে।   এর আগে প্রথম লিগে হারকিউলিসের মাঠে দুই দলের লড়াই ১-১ গোলে অমীমাংসিত থাকে। বুধবার রাতে ড্র হলেই বার্সেলোনা শেষ ষোলেতে জায়গা করে নিত। কিন্তু গোল উৎসব করেই হাসিমুখে বছর শেষ করল কাতালানরা। ম্যাচের ৩৭ মিনিটে দলকে প্রথম গোলের স্বাদ দেন  লুকাস দিনিয়ে। বিরতির ঠিক আগ মুহুর্তে, ইভান রাকিতিচের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রাফিনিয়া। এরপর শুরু হয় আর্দা তুরানের তাণ্ডব। ৫৫, ৮৬ ও ৮৯ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন তুরান। মাঝে ৭৩ মিনিটে গোল সংখ্যা বাড়ান পাকো আলকাসো।