English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ০১:২৮

আজ নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে টাইগাররা

অনলাইন ডেস্ক
আজ নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে টাইগাররা

বৃহস্পতিবার ভোরে নিউজিল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা খেলবে বিসিবি একাদশ নামে।

কোবহ্যাম ওভালে বাংলাদেশ সময় ভোর রাত চারটায় শুরু হবে দু`দলের ম্যাচটি।

নিউজিল্যান্ডের মাটিতে ঘাঁটি গেড়েছে টাইগাররা। মূল সিরিজ শুরু আগে গা গরমের ম্যাচ। মাশরাফি-সাকিবদের লক্ষ্যটা এবার নিজেদের যাচাই করা।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের সেরা একাদশ নির্বাচনের আগে এই প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ক্রিকেটারদের যাচাই করে দেখবেন কোচ হাথুরুসিংহে। স্টাইলিশ ব্যাটসম্যান তামিমের সাথে ওপেনিং থাকতে পারেন ইমরুল কায়েস। আর, ওয়ান ডাউনে মাহমদুল্লার বদলে দেখা যেতে পারে সৌম্য সরকার কিংবা সাব্বির রহমানকে।

প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়া মেহেদী মিরাজ, তানভীর হায়দার ও শুভাশীষকে এ ম্যাচে আরেকবার পরখ করে নেয়ার সুযোগ পাবে টাইগারদের টিম ম্যানেজমেন্ট।

এদিকে স্পিডস্টার তাসকিন আহমেদ ও ইনজুরি থেকে সেরে ওঠা মোস্তাফিজকে এ ম্যাচে খেলানো হলেও, পুরো ওভার বোলিংয়ে নাও দেখা যেতে পারে।

২৬ ডিসেম্বর ক্রাইষ্টচার্চের হেগলি ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড।