English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ২১:১৩

ছেলের আউট দেখে হৃদরোগে বাবার মৃত্যু!

অনলাইন ডেস্ক
ছেলের আউট দেখে হৃদরোগে বাবার মৃত্যু!

আরো একটি মর্মান্তিক মৃত্যুর সাক্ষী হলেন কলকাতার দর্শকরা। মনে বহু আশা নিয়ে ছেলে তুর্জ সাহার খেলা দেখতে সকালই মাঠে হারিজ ছিলেন বাবা তুলসী সাহা৷ ভালো দিনেই মাঠে এসেছিলেন তুলসীবাবু৷ 

ছেলে তার দুরন্ত ব্যাট করেছিল, কিন্তু হঠাৎ ছন্দপতন৷ একটি ভুলে সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা করা হলো না৷ টাউন ক্লাবের মাঠে সিএবি দ্বিতীয় ডিভিসন লিগে শরৎ সমিতির বিপক্ষে ৮০ করে রান আউট হয়ে যায় তুর্জ৷ আর ঠিক তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তার বাবা তুলসী সাহা৷দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও ফল হয়নি৷ 

চিকিৎসকরা তুলসীবাবুকে মৃত ঘোষণা করেন৷ এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কলকাতা ঘরোয়া লিগগুলিতে পরিকাঠামোর কঙ্কালসার চেহারা৷ 

কারণ, প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ম্যাচ চলাকালীন মাঠে কোনও অ্যাম্বুলেন্স ছিল না৷ গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অসুস্থ তুলসী সাহাকে৷ কোনো ক্রিকেটারের ক্ষেত্রেও আগামীদিনে এমন ঘটনা হলে তার দায় কে নেবে, এই প্রশ্নও কিন্তু উঠে গেল!