English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ০১:১০

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশ ঘোষণা

আগামী ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে অনুষ্ঠিতব্য প্রথম ওয়ানডের আগে নিজেদের ঝলিয়ে নেয়ার জন্য শেষ সুযোগ পাচ্ছে টাইগাররা। এজন্য বৃহস্পতিবার তাদের মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে।

নিউজিল্যান্ড সফরকারী টাইগার দলের বিপক্ষে স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন ক্যান্টারবুরি ব্যাটসম্যান কোল ম্যাকোনহি। মাশরাফিরা এখন ওয়াঙ্গেরিতে।ওখানে কবহ্যাম ওভালে হবে ওয়ানডে ম্যাচটি।

এই ম্যাচটি আসলে বাংলাদেশের ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে। এই সফরে থাকছে তিনটি ওয়ানডে, তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্টের সিরিজ।

নিউজিল্যান্ডের একাদশে আছে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো ক্রিকেটাররা। তাদের মধ্যে নর্দার্ন ডিসট্রিক্টের ভরত পপলি আছেন। গত মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

সেন্ট্রাল ডিসট্রিক্টের স্পিনার আজায প্যাটেল আছেন। আছে অকল্যান্ডের তরুণ ব্যাটসম্যান বন হরনে। নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড় ফিল হরনের ছেলে তিনি। ম্যাট হরনের ভাতিজা। দুজনই নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন।

নিউজিল্যান্ড একাদশ: রায়ান ডাফি, বেন স্মিথ, ভরত পপলি, কেন ম্যাকলার, কোল ম্যাকোনহি (অধিনায়ক), বেন হরনে, শন হিকস, হেনরি শিপলে, ম্যাট ম্যাকওয়ান, ব্রেট হ্যাম্পটন, আজায প্যাটেল, ইয়ান ম্যাকপিক।