English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৬ ১৩:৪০

কিউই কোচের নজরে মোস্তাফিজ-সাকিব

অনলাইন ডেস্ক
কিউই কোচের নজরে মোস্তাফিজ-সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দুই বাংলাদেশী ক্রিকেটার- সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানে সতর্ক রয়েছেন স্বাগতিক ক্রিকেট দলের কোচ মাইক হেসন। কোনো ভাবেই তারা বাংলাদেশ দলকে হালকাভাবে নিচ্ছেন না তিনি।

হেসন স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মোস্তাফিজ বিশ্ব ক্রিকেটের নতুন তারকা হয়ে উঠছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মিডল-অর্ডার ব্যাটিং ও বাঁ-হাতি ঘূর্ণিতে সতর্ক তিনি।

তিনি বলেন, 'আইপিএলে যেভাবে মোস্তাফিজ ঝড়ের মতো আগমন করে এসেছে, তাতে বলাই যায় সে বিশ্ব ক্রিকেটে আগামী দিনের তারকা হয়ে উঠছে। সে ইনজুরি থেকে ফিরে আসছে, আমরা ঠিক জানি না এবার ও কতোটুকু ভূমিকা রাখবে।'

'সাকিব আল হাসান বর্তমান বিশ্ব ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে আছে। তার বাঁ-হাতের ঘূর্ণি ও মিডল-অর্ডারে ব্যাটিং অনেকটাই ধ্বংসাত্মক।' ২০১৪ সালে ক্যারিবীয় দ্বীপুঞ্জে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজের জন্য সফর করেছিলো বাংলাদেশ দল। 

ওশেনিয়ার দেশ নিউজিল্যান্ডে দুইটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ ম্যাচ খেলেছিলো টাইগাররা। ভালো ছন্দে থাকা টাইগারদের মোটেই হালকাভাবে নিচ্ছেন না হেসন।

বলেন, 'ঘরের মাঠে তাদের রেকর্ড দুর্দান্ত। আর ঘরের বাইরে বলতে গেলে, ২০১৫ বিশ্বকাপে তারা খুবই ভালো খেলেছে। ওদের বিপক্ষে সর্বশক্তি দিয়ে মাঠে না খেললে যেকোনো দলকেই হারাতে পারবে এবং তা গত ৩-৪ বছরে দেখে আসছি।'

সিডনিতে দশ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। ২২ ডিসেম্বর ওয়াঙ্গেরিতে নিউ জিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ মাঠে নামবে টাইগাররা। বোক্সিং ডেতে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে স্বাগতিক কিউইদের মুখোমুখি হবে তারা।