English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৬ ১১:৫১

কেমন লাগছে টাইগারদের?

অনলাইন ডেস্ক
কেমন লাগছে টাইগারদের?

নিউজিল্যান্ডে জাতীয় দলের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শেষে নিউজিল্যান্ডে উপভোগ্য সময় কাটাচ্ছেন তারা। জাতীয় দলের ক্রিকেটাররা প্রাকটিসের পাশাপাশি দেশটির মনোমুগ্ধ যায়গা উপভোগ করতেও বের হন।

কয়েকদিন আগে তারা সিডনির লেকে ঘুরতে যান। সেখানে গোসল করেন তারা। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিক নিজের ফ্যান পেজে পোষ্ট করেছেন সেখানে তোলা একটি সেলফি।

ছবিতে কেমন লাগছে টাইগারদের? সেলফিতে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটাররাই রয়েছেন। প্রসঙ্গত, সোমবার নিউজিল্যান্ডের মাটিতে বিশ্রামে থাকবেন টাইগাররা। দুই দেশ ২৬ ডিসেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে।

এই লক্ষ্যে নিউজিল্যান্ডের আবহাওয়া ও কন্ডিশনের সাথে মিলিয়ে নিতে মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন করবেন ক্রিকেটাররা।