English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১৯:৫৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আফিফ হোসেনরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ উইকেটের জয় পেলেও নেট রান রেটে পিছিয়ে পড়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল গত আসরের রানার্সআপ পাকিস্তান।

আফিফ হোসেনের ৮০ রানের ইনিংসে বাংলাদেশের দেয়া ২৩১ রানের লক্ষ্যটা তারা ৯ উইকেট হারিয়ে পাঁচ বল হাতে রেখে অতিক্রম করে।

আগামী মঙ্গলবার (২০ ডিসেম্বর) প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। পরদিন দ্বিতীয় সেমিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অ-১৯ দল। দু’টি ম্যাচই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। একই গ্রাউন্ডে একই সময়ে ফাইনাল ২৩ ডিসেম্বর।

সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গী মুখোমুখি হবে শক্তিশালী আফগান যুবকদের বিরুদ্ধে।