English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১৯:৩০

রোনালদোর হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপ জতিল রিয়াল

অনলাইন ডেস্ক
রোনালদোর হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপ জতিল রিয়াল

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপ জতিল রিয়াল। ক্লাব বিশ্বকাপে তারা ৪-২ গোলে হারায় জাপানিজ কাশিমা আন্টলারসকে। 

প্রথম এশিয়ান ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ ফাইনাল খেলছে জাপানিজ ক্লাব কাশিমা আন্টলারস। সেমিফাইনালে তারা কোপা সুদামেরিকানার ফাইনালিস্ট এটলেটিকো নেসিওনাল কে ৩-০ গোলে হারায়। অবাক লাগলো কাশিমার স্টার্টিং একাদশের সবাই জাপানি প্লেয়ার।