English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ০৩:২৮

কস্তার গোলে ইংলিশ লিগে টানা জয়ে রেকর্ড চেলসির

অনলাইন ডেস্ক
কস্তার গোলে ইংলিশ লিগে টানা জয়ে রেকর্ড  চেলসির

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির জয়রথ যেন থামছেইনা। আজ শনিবার ডিয়েগো কস্তার একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ‘ব্লুজ’রা।

আজকের ম্যাচে জয়ের মধ্য দিয়ে লীগে টানা ১১ জয়ের ক্লাব রেকর্ড স্পর্শ করল চেলসি। এর আগে ২০০৯ সালেও টানা ১১ ম্যাচ জিতেছিল ব্লুজ'রা।

আজকের জয়ে লীগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও আরো মজবুত করল চেলসি। ১৭ ম্যাচে চেলসির পয়েন্ট এখন ৪৩। ১টি করে ম্যাচ কম খেলা দুই ও তিনে থাকা লিভারপুল ও আর্সেনালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল দলটি। ক্রিস্টাল প্যালেসের মাঠে ম্যাচের ৪৩ মিনিটে হেডে চেলসির জয়সূচক একমাত্র গোলটি করেন কস্তা। এই গোলে একটি মাইলফলকও ছুঁয়েছেন ব্রাজিলীয় বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকার। চেলসির জার্সিতে এটা যে তার ৫০তম গোল।