English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫৭

ডবল সেঞ্চুরির হ্যাট্‌ট্রিক করলেন কোহলি

নিজস্ব প্রতিবেদক
ডবল সেঞ্চুরির হ্যাট্‌ট্রিক করলেন কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে ভারতকে এগিয়ে নিয়ে গেলেন বিরাট কোহলি। এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবারই তিনি শত রান পূর্ণ করেন তিনি। বাকি একশো অবিশ্বাস্য দ্রুততায় উঠে আসে তাঁর ব্যাটে।

চলতি সিরিজে ৩০২ বলে ২০০ রান পূর্ণ করায় এক বছরে তিন তিনটি ডবল সেঞ্চুরি উঠে এল তাঁর ঝুলিতে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান তিনি করেছেন। ডবল সেঞ্চুরির হ্যাট্‌ট্রিক তাঁকে নিঃসন্দেহে অনন্য উচ্চারিত নিয়ে গেছে।

কোনও কথা হতেই পারে না। ব্রিট-বোলিংকে যেভাবে পর্যুদস্ত করেছেন তিনি, তা নিঃসন্দেহে একটা নজির। দলের নড়বড়ে অবস্থায় বিরাট যে ‘বিরাট’ নজির রাখলেন, তা সতীর্থদের প্রেরণা হয়েও রইল।

এই প্রথম কোনও ভারতীয় ক্যাপ্টেন এক বছরে ডবল সেঞ্চুরির হ্যাট্‌ট্রিক করলেন। 

এদিকে বিরাটের এই বিরাট সফল্যের ওপর ভর করে ভারতের সংগ্রহ প্রথম ইনিংসে ৬৩১ রান। 

স্কোর ইংল্যান্ড ৪০০ ও ১১৬/৩ উইকেটে। ভারত ৬৩১

ইংল্যান্ড পিছিয়ে আছে ১১৫ রান।