English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ২১:০৬

লড়াই করছে রাজশাহী

নিজস্ব প্রতিবেদক
লড়াই করছে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের ফাইনালে বোলিংয়ে বেশ ভালো করার পর ব্যাটেও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন কিংস ক্রিকেটাররা। মমিনুল হক আর ড্যাশিং সাব্বির রহমানের ব্যাটে অনেকটাই পাড়ি দিয়েছে রাজশাহী। তারা আউট হলেও জেমস ফ্রাঙ্কনিল ও সামিট পেটেল দলকে এগিয়ে নিচ্ছেন। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেটে ৮৭ রান। সাব্বির ১৫ এবং মমিনুল ২২ রান নিয়ে ব্যাট করছেন। 

রাজশাহী কিংসের বোলিং তোপে ইনিংসের শুরু থেকেই ব্যাকফুটে ছিল এবারের আসরের ফেবারিট সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। শেষ পর্যন্ত লিউয়িসের ৪৫ আর সাঙ্গাকারার ৩৬ রানে ভর করে করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজশাহীকে ১৬০ রানের টার্গেট দেয় ঢাকা।