English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ১২:১২

কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে অস্ট্রেলিয়ার পথে ১৩ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক
কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে অস্ট্রেলিয়ার পথে ১৩ ক্রিকেটার

নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াডের ২২ ক্রিকেটারের মধ্যে ১৩ জন ক্রিকেটার পাড়ি জমালো অস্ট্রেলিয়ার পথে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  রাত সোয়া ১০টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্য বিমানটি রওনা করে।

কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করবে টাইগাররা। দুইভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ। তার প্রথম দলের ১৩ জন ক্রিকেটার গেলেন গতকাল। বাকি ক্রিকেটাররা দ্বিতীয় ভাগে অস্ট্রেলিয়ার পথে পাড়ি দিবেন শনিবার (১০ ডিসেম্বর)। 

বিপিএলের ফাইনালের কারণে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস দলে থাকা জাতীয় দলের ৭ ক্রিকেটার যাবেন শনিবার। প্রথম দলের সাথে না যাওয়া মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল যাবেন দ্বিতীয় দলের সাথে।

অস্ট্রেলিয়ার উদ্দেশ্য পাড়ি দিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাগত হোম, এবাদত হোসেন, কামরুল ইসলাম রাব্বী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাশিস রায় এবং রুবেল হোসেন।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ২২ সদস্যের বাংলাদেশের প্রাথমিক  স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী, তানভীর হায়দার,নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, সৌম্য সরকার ও ইমরুল কায়েস।

স্ট্যান্ড বাই : নাসির হোসেন, আল-আমিন হোসেন, শাহরিয়ার নাফিস, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দীন বাবু, লিটন কুমার দাস, আব্দুল মজিদ।

আগামী ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড অভিযান। এই সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২৪ জানুয়ারি শুরু দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে মাসব্যাপী এই সফর।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সময় সূচিঃ

ওয়ানডে সিরিজ প্রথম ওয়ানডে : ২৬ ডিসেম্বর। সময় : ভোর ৪:০০ টা দ্বিতীয় ওয়ানডে : ২৯ ডিসেম্বর। সময় : ভোর ৪:০০ টা তৃতীয় ওয়ানডে : ৩১ ডিসেম্বর। সময় : ভোর ৪:০০ টা

টি-টুয়েন্টি সিরিজ প্রথম টি-টুয়েন্টি :০৩ জানুয়ারি।সময় : সকাল ৮:০০ টা দ্বিতীয় টি-টুয়েন্টি:০৬ জানুয়ারি।সময় : সকাল ৮:০০ টা তৃতীয় টি-টুয়েন্টি :০৮ জানুয়ারি।সময় : সকাল ৮:০০ টা

টেস্ট সিরিজ প্রথম টেস্ট : ১২-১৬ জানুয়ারি। ভোর ৩:৩০ মিনিট দ্বিতীয় টেস্ট : ২০-২৪ জানুয়ারি। ভোর ৩:৩০ মিনিট