English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ১১:১৯

বেনজেমার জোড়া গোলেও জয় বঞ্ছিত রিয়াল

অনলাইন ডেস্ক
বেনজেমার জোড়া গোলেও জয় বঞ্ছিত রিয়াল

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে করিম বেনজেমার জোড়া গোলেও রিয়াল মাদ্রিদ জিততে পারেনি ডর্টমুন্ডের সাথে। খেলাটি ২-২ গোলে ড্র হয়েছে। 

বুধবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ২টায় অ্যাস্টাদিও সান্তিয়াগো বার্নাবিউ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

শুরুর ২৮তম মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। রামোসের সহায়তায় করিম বেনজেমা গোলটি করেন। তারপর প্রথমার্ধে আর কোন দলই গোল করতে পারেনি।

খেলার দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে বেনজেমা আবার গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন। তারপর ৬০তম মিনিটে ডর্টমুন্ড তারকা ওবামেয়াং একটি গোল পরিশোধ করেন।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে ডর্টমুন্ড তারকা রোসের গোলে  রিয়ালের জেতার আশা ধূলিসাৎ হয়ে যায়। খেলায় ২-২ গোলের সমতা ফিরে আসে। পরে শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোন দল গোল করতে না পারলে ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

ছয় ম্যাচের চারটিতে জেতা ডর্টমুন্ডের পয়েন্ট ১৪। সমান তিনটি করে জেতা ও ড্র করা রিয়ালের পয়েন্ট ১২।