English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ২২:২৭

ক্রিকেটেও লাল কার্ড দেখানো হতে পারে!

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটেও লাল কার্ড দেখানো হতে পারে!

স্পোর্টস ডেস্ক: এতোদিন ফুটবল লাল কার্ডের প্রচলন থাকলেও ক্রিকেটে ছিলো না কোনো কার্ডের ব্যবহার। তবে সম্প্রতি ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এসব প্রস্তুব দিয়েছে এমসিসি। তাদের প্রস্তুাবনার মধ্যে রয়েছে।

মাঠে চরম অসভ্যতার জন্য ক্রিকেটারদের লাল কার্ড দেখানো হোক, এমন প্রস্তাব অনেক আগে থেকে শুনা যাচ্ছিল এমসিসি ক্রিকেট কমিটির কাছ থেকে। এছাড়া পাঁচ দিনের পরিবর্তে চার দিনের টেস্ট ম্যাচ চালু করার কথা ভাবতে বলে এমসিসি।

ব্যাটের আকৃতি কমিয়ে দেয়ার প্রস্তাবও দেয়া হলো। চওড়ায় ব্যাট হতে হবে ৪০ মিলি মিটার। আর পিছনের কার্ভের জন্য ওই মাপ হতে হবে ৬৭ মিলিমিটার!‌ আন্তরিকভাবে বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপ চালু করার কথা বলা হলো।