English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১০:১৮

তুরানের হ্যাটট্রিক আর মেসির গোলে বার্সার জয়

অনলাইন ডেস্ক
তুরানের হ্যাটট্রিক আর মেসির গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক: আর্দা তুরানের হ্যাটট্রিক অবশেষে জয়ের দেখা পেল বার্সেলোনা। আর মেসির জ্বলে উঠায় ঘুরে দাঁড়ালো স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে তারা বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে লুইস এনরিকের দল। 

এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই ড্র করছিল দলটি। গতকাল রাতে ন্যু ক্যাম্প শুরুতে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। ১৬তম মিনিটে বাঁ-দিকের বাইলাইনের কাছ থেকে তুরানের কাটব্যাক ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান ফুটবল জাদুকর। এবারের আসরে এটা তার ১০ম গোল। ২ মিনিট পর আরও একটি গোলের সুযোগ সৃষ্টি করেও গোলরক্ষকের ক্ষিপ্রতায় বঞ্চিত হন মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০তম মিনিটে দেনিস সুয়ারেসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন তুরান। মাত্র ৩ মিনিট পর আলেইস ভিদালের বাড়ানো বলে নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই তুর্কি মিডফিল্ডার। ৬৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তুরান। ডান দিক থেকে স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসেরের নীচু করে বাড়ানো বল ফাঁকায় পেয়ে কোনাকুনি শট নেন তিনি। বল গোলরক্ষকের গায়ে লেগে ভিতরে ঢুকে যায়।

এই জয়ের পর বার্সেলোনার সংগ্রহ ১৫ পয়েন্ট। এর আগেও প্রথম পর্বে মনশেনগ্লাডবাখের ঘরের মাঠেই তাদের হারিয়েছিল বার্সা।