English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ২৩:২৪

আন্দ্রে রাসেলের নৈপুণ্যে বিপিএলের ফাইনালে খুলনা

অনলাইন ডেস্ক
আন্দ্রে রাসেলের নৈপুণ্যে বিপিএলের ফাইনালে খুলনা

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান খেলোয়াড় আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টাইটান্সকে ৫৪ রানে হারিয়ে চতুর্থ বিপিএলের ফাইনাল নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকার ১৪০ রানের জবাবে ১৬ ওভার ২ বলে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় খুলনা।

তবে হেরেও ফাইনালে যাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি খুলনার। বুধবার চিটাগাং ভাইকিংসকে হারানো রাজশাহী কিংসের বিপক্ষে কোয়ালিফায়ারে জিততে পারলে ফাইনাল খেলতে পারবে খুলনা। ঐ ম্যাচের বিজয়ী দল আগামী ৯ ডিসেম্বর ফাইনালে ঢাকার মুখোমুখি হবে।  জয়ের জন্য সহজ টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। শেষ পর্যন্ত একই ধারা অব্যাহত থাকে তাদের। ফলে ৮৬ রানেই অলআউট হয়ে যায় খুলনা। দলের পক্ষে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ২৮ ও আরিফুল হক ১৪ রান করেন। ঢাকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই খেলোয়াড় রাসেল ও ব্রাভো। ম্যাচ সেরা হয়েছেন রাসেল।

এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যার ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং-এ শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। উপরের সারির ছয় ব্যাটসম্যানই ব্যর্থ হন। ফলে ৮৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে ঢাকা। এরমধ্যে ৩ উইকেট নিয়ে ঢাকাকে বেকাদায় ফেলেন খুলনার পাকিস্তানী পেসার জুনায়েদ খান।

মেহেদি মারুফ ৭, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ১১, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ৯, নাসির হোসেন ১৩, অধিনায়ক সাকিব আল হাসান ১৮ ও মোসাদ্দেক হোসেন ৮ রান করে ফিরেন।

তবে সপ্তম উইকেটে দুই ক্যারিবিয়ান খেলোয়াড় আন্দ্রে রাসেল ও ব্রাভো ৩২ বলে ৪৯ রান দলকে এনে দেন তারা। ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ২৫ বলে ৪৬ রান করে ফিরেন রাসেল। তবে ২৩ রানে অপরাজিত থেকে যান ব্রাভো। আর ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪০ রান। খুলনার পাকিস্তানী জুনায়েদ ২৪ বলে ৪ উইকেট নেন।