English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ২০:২৯

ব্যাটিং বিপর্যয়ে খুলনা টাইটান্স

অনলাইন ডেস্ক
ব্যাটিং বিপর্যয়ে খুলনা টাইটান্স

স্পোর্টস ডেস্ক: উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও ডুয়াইন ব্রাভো ঝড়ে ব্যাটিংয়ে খুলনা টাইটান্সের বিরুদ্ধে ১৪০ রানের সম্মানজনক স্কোর সংগ্রহ করতে পেরেছে ঢাকা ডায়নামাইটস।

জিততে হলে খুলনা টাইটান্সের করতে হবে ১৪১ রান। প্রথম পর্বে এই ঢাকাকে হারিয়ে বিপিএলের শেষ চারে উঠে এসেছিল খুলনা। যে ম্যাচে ঢাকার ধীরগতির ব্যাটিং সমালোচনা ছড়িয়েছিল। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ঢাকা ডায়নামাইটস। দলীয় ১১ রানের মাথায় বিদায় নেন হার্ড হিটার ওপেনার মেহেদী মারুফ। ছয় বলে সাত রান করে জুনায়েদের বলে পুরানের হাতে ক্যাচ দেন তিনি।

বেশিক্ষণ টিকতে পারেননি লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাও। দলীয় ২৭ রানের মাথায় তিনিও জুনায়েদের শিকার। সাত বলে দুই চারে নয় রান করে সাজঘরে ফেরেন সাঙ্গাকারা।

ব্যাট হাতে ঝড় তুলতে পটু লুইসও এদিন ব্যর্থদের খাতায় নাম লিখিয়েছেন। আট বলে এক চার ও এক ছয়ে ১১ রান করে তিনিও জুনায়েদের বলে সাজঘরে ফিরেন। ৩.৪ ওভারে ঢাকার সংগ্রহ তখন তিন উইকেটে ২৮ রান।

চতুর্থ উইকেট জুটিতে সাকিব-নাসির হাল ধরার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৬ বলে ১৩ রান করে ফ্লেচারের বলে শুভাগত হোমের হাতে ক্যাচ দেন নাসির হোসেন। দলীয় রান তখন ৫৬।

দ্রুত বিদায় নেন সাকিবও। ১৮ বলে ১৮ রান করে ফেরেন তিনি। ফ্লেচারের বলে তার হাতেই ক্যাচ দেন ঢাকার অধিনায়ক। ১০.৪ ওভারে ঢাকার সংগ্রহ তখন ৫ উইকেটে ৬৫ রান।

ষষ্ঠ উইকেট জুটিতে মোসাদ্দেক-রাসেল জুটি ভালোই আগাচ্ছিল। তবে হঠাতই ছন্দ পতন। পার্টনারকে সাড়া না দিলেও রান নেয়ার জন্য ছুটে যান রাসেল। রান আউট হন মোসাদ্দেক হোসেন। ১৫ বলে ৮ রান করেন তিনি। ১৩.৪ ওভারে ঢাকার সংগ্রহ তখন ৮৯।

সপ্তম উইকেট জুটিতে রানের গতি বাড়ান দুই উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও ডুয়াইন ব্রাভো। এই জুটি যোগ করেন ৪৯ রান। ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন রাসেল। তারপরও ২৫ বলে চারটি চার ও তিন ছয়ে রাসেল খেলেন ৪৬ রানের মারকুটে এক ইনিংস।

শেষ পর্যন্ত ব্রাভো ২২ বলে ২৩ রানে ছিলেন অপরাজিত। শেষ ওভারে ঢাকা মাত্র নিতে পেরেছে দুই রান, বিনিময়ে এক উইকেট। ঢাকা শিবিরে বল হাতে এদিন আতঙ্ক ছড়িয়েছেন খুলনার পাকিস্তানি পেসার জুনায়েদ খান। ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন তিনি চারটি উইকেট। এছাড়া ফ্লেচার দুটি ও হাওয়েল নেন একটি উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা টাইটান্সের সংগ্রহ ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান।